নিউজবাংলা: বৃহস্পতিবার, ২৫ জুন:

ঢাকা: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক চিলি। ১৬ বছরের মধ্যে এই প্রথম প্রতিযোগিতাটির সেমিফাইনালে উঠল দলটি।

এদিন চিলির হয়ে ৮১তম মিনিটে একমাত্র গোলটি করেন ২৭ বছর বয়সী ডিফেন্ডার মাউরিকো ইসলা।

ম্যাচে উরুগুয়ের চেয়ে সবদিক থেকে এগিয়ে ছিল চিলি। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দলটি। তবে গোল মিলছিল না। শেষ দশ মিনিটে কোপার ইতিহাসে অন্যতম সফল দল উরুগুয়ে খেই হারিয়ে ফেলে।

এদিন চিলি গোলে শট নিয়েছে মোট ১৫টি। আর উরুগুয়ে মাত্র ছয়টি। পাসিং ফুটবলেও চিলির ধারেকাছে নেই তারা। স্বাগতিকদের সম্পূর্ণ পাস ৫৫৬টি, আর উরুগুয়ের মাত্র ৮২টি।

 

নিউজবাংলা/একে