নিউজবাংলা: বৃহস্পতিবার, ২৫ জুন:

ঢাকা: বাংলাদেশের মুস্তফা কামাল সরে যাওয়ার পরই আইসিসির সভাপতির চেয়ারটি ফাঁকা হয়ে যায়।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে বাজে আম্পায়ারিং এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওপর এন শ্রীনিবাসনের খবরদারির কারণে অলংকৃত পদটি ছেড়ে দেন তিনি। এরপর এই পদে কে বসছেন, তা জানতে অনেকেরই আগ্রহ ছিল। শেষ পর্যন্ত জানা গেল, পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার জহির আব্বাসই এই দায়িত্ব গ্রহণ করেছেন।

 

 
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি আইসিসির সভাপতির পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার একদিন পর কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাসের নাম মনোনয়ন করা হয়েছিল। পিসিবির সাবেক চেয়ার নাজাম শেঠি অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করলেও আইসিসির পক্ষ থেকে এ পদের জন্য কোনো সাবেক ক্রিকেটারের নাম মনোনয়ন করার প্রস্তাব দেওয়া হয়। যার ফলে  শেঠি সরে দাঁড়ান।

 

নিউজবাংলা/একে