নিউজবাংলা: বৃহস্পতিবার, ২৫ জুন:
ঢাকা: ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি স্পষ্ট জানিয়ে দিলেন, মুস্তাফিজকে নিয়ে তিনি ধোনির রুমে যাননি।
দ্বিতীয় ম্যাচের পর ভারতের দৈনিক আনন্দবাজার খবর ছেপেছিল, ‘শোনা গেল, ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিংরুমে এমএসডির (ধোনি) কাছে নাকি মুস্তাফিজুরকে নিয়ে গিয়েছিলেন মাশরাফি মুর্তজা। আইপিএল দরজা খোলার সম্ভাবনা ছেলের আছে কি না জানতে।’
আনন্দবাজারের এমন ‘মনগড়া খবর’ প্রকাশের পর বেশ আলোচনার জন্ম হয় দেশের ক্রিকেট মহলে। অনেকে বলেন, সিরিজ চলাকালীন এভাবে ধোনির কাছে যেতে পারেন না মাশরাফি। অবশেষে গতকাল ম্যাচের পর মাশরাফি নিজেই বলে দেন, ‘এ রকম কোনো কিছুই হয়নি। বাসায় ছেলে-মেয়ের চেহারাই দেখার সময় পাচ্ছি না! অন্য কোথাও যাওয়ার তো সুযোগই নেই।’
এদিকে শেষ ম্যাচ হারার জন্য মাশরাফি বাংলাওয়াশের চাপকে দায়ী করছেন। অধিনায়ক মনে করছেন, ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এটাই বাড়তি চাপ হয়ে দেখা দিয়েছিল।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৭৯ রানে ও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জেতে স্বাগতিকরা।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭৭ রানে হেরে যায় বাংলাদেশ। এই হার মানতেই পারছেন না অধিনায়ক, ‘কোনো ম্যাচেই কেউ হারতে চায় না। এই ম্যাচে আমরা যেভাবে হেরেছি সেভাবে তো নয়ই।”
মাশরাফি মনে করেন, ‘সিরিজ নিশ্চিত করার পর চাপ তো কমেইনি বরং বাংলাওয়াশ ভাবনা নতুন চাপ সৃষ্টি করেছে।’
নিউজবাংলা/একে