নিউজবাংলা: বৃহস্পতিবার, ২৫ জুন:
ঢাকা: বিমান বিধ্বস্তের পাঁচদিন পর জঙ্গল থেকে উদ্ধার হলে বিমানের নিখোঁজ যাত্রী মা ও তার শিশু সন্তান। ঘটনাটি অবাক করে দিয়েছে সকলকে। কর্তৃপক্ষ বলছে, এ অলৌকিক ঘটনা ছাড়া কিছুই নয়।
বিমান বিধ্বস্তের পর তরুণী মা ও শিশু সন্তানের হদিস নেই। সবাই ধরে নিয়েছিল আর কোনো দিন ফিরবে না তারা। কয়েক দিন পর, গতকাল বুধবার এক জঙ্গলে পাওয়া গেল দুজনকে, বেঁচে আছে।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় নিবিড় জঙ্গল থেকে মা নেলি মুরিলো (১৮) ও তাঁর এক বছরের কম বয়সী শিশুপুত্র ইয়ুদিয়ের মরিয়েনোকে উদ্ধার করা হয়।
গত শনিবার ওই এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হন।
কর্নেল হেক্টরের ভাষ্য, মায়ের মানসিক শক্তিই শিশুটিকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছে।
এই সামরিক কর্মকর্তা জানান, উদ্ধারের পর মা ও শিশুকে হেলিকপ্টারে করে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের বেঁচে থাকার ঘটনায় বিস্মিত তিনি।
কলম্বিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, ওই নারী সামান্য আহত হয়েছেন। শিশুটিকে দেখে মনে হয়েছে তার তেমন কিছু হয়নি।
নিউজবাংলা/একে