নিউজবাংলা: বৃহস্পতিবার, ২৫ জুন:

 

ঢাকা: রংপুর সিটি কর্পোরেশনের ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের হল রুমে সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু এ বাজেট ঘোষণা করেন।

সিটি কর্পোরেশন গঠনের পর তৃতীয়বারের মতো ঘোষিত বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬শ’ ৪৫ কোটি ৫ লাখ ৭২ হাজার ৭৮৪ টাকা। যার মধ্যে রাজস্ব খাত থেকে ৫৬ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৬০৫ টাকা এবং উন্নয়ন সহায়ক খাত থেকে ৫শ’ ৮৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ১৭৯ টাকা আয় নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৬’শ ৪০ কোটি ৬৮ লাখ ৭২ হাজার টাকা। এতে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা এবং উন্নয়ন সহায়ক খাতে ব্যয় ধরা হয়েছে ৫শ’ ৮৭ কোটি ৫০ লাখ টাকা। ব্যয়ের চেয়ে আয় বেশি থাকায় বাজেটে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৭৮৪ টাকা।

উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে রংপুর সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করা হয়েছিল ৫শ’ কোটি ১৪ লাখ ১৬ হাজার ১৩২ টাকা।

বাজেট ঘোষণার আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, প্রধান প্রকৌশলী এমদাদুল হক, সচিব  ফজলুল কবির, প্যানেল মেয়র গোলাম কবীর কাজল, আবুল কাশেম, কাউন্সিলর সেকেন্দার আলী প্রমুখ। বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিটি মেয়র ঝন্টু।

 

নিউজবাংলা/একে