নিউজবাংলা: রোববার, ২৮ জুন:

ঢাকা: পল্টন ও মতিঝিল থানার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত এ জামিন থাকবে।

রবিবার সকালে রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

বিএনপির এ নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে পুলিশের অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত তার জামিনের মেয়াদ বহাল থাকবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এর আগে বৃহস্পতিবার আবেদনের শুনানি ২৮ জুন পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ।

ওইদিন আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাদেরকে সহযোগিতা করেন ব্যারিস্টার এহসানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের সময় গাড়ি ভাঙচুর করেন বিএনপির পিকেটাররা। এজন্য ফখরুল ইসলামসহ ২৪ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করে পল্টন থানার পুলিশ। এছাড়াও নাশকতার কাজে উসকানি, প্ররোচনা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের অভিযোগে গত ৪ জানুয়ারি মতিঝিল ও পল্টন থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে পুলিশ। আর গত বছরের ২৯ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি একই রকম অভিযোগে পল্টন থানায় অপর দু’টি মামলা দায়ের করে পুলিশ।

নিউজবাংলা/একে