নিউজবাংলা: রোববার, ২৮ জুন:

ঢাকা: এবার কোনোরকম অস্ত্রোপচার না করেই দেখতে পাবেন দৃষ্টিহীনরা। আর তাঁদের দেখতে সাহায্য করবে স্মার্টফোন। বিজ্ঞানীরা এমন একটি অ্যাডাপটিভ মোবাইল টেকনোলজি তৈরি করছেন যার সাহায্যে দৃষ্টিহীনরা স্মার্টফোন অথবা ট্যাবলেটের সাহায্যে দেখতে পাবেন।

ইউনাইটেড কিংডম-এর লিংকন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও মেশিন লার্নিং-এর বিশেষজ্ঞরা এর উপরে কাজ করছেন। গুগল ফ্যাকালটি রিসার্চ অ্যাওয়ার্ড থেকে পাওয়া টাকা দিয়েই চলছে এই নিয়ে নানা গবেষণা। বিজ্ঞানীরা চেষ্টা করছেন এমন একটি স্মার্ট ভিশন সিস্টেম মোবাইল ফোন অথবা ট্যাবলেটে যোগ করার যার সাহায্যে একজন দৃষ্টিহীন মানুষ অনায়াসেই অপরিচিত পরিবেশে হাঁটাচলা করতে পারেন।

লিংকন সেন্টার ফর অটোনোমাস সিস্টেম এর বিজ্ঞানীদের প্রাথমিক গবেষণা অনুযায়ী নতুন স্মার্টফোন এবং ট্যাবলেটে তাঁরা কালার এবং ডেপথ সেন্সর টেকনোলজি ব্যবহার করবেন যাতে সহজেই স্মার্টফোনে পাওয়া যাবে থ্রিডিম্যাপিং অ্যান্ড লোকালাইজেশন, নেভিগেশন এবং জিনিসপত্র কোথায় কী আছে তা বোঝা যাবে।

 

নিউজবাংলা/একে