নিউজবাংলা: সোমবার, ২৯জুন:

জাহাঙ্গীর আলম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জনতা ব্যাংক নারান্দিয়া শাখা’র ব্যবস্থাপক শফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের কাপড়ের ব্যবসায়ী মো. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, তিনি সিসি লোন উত্তোলনের জন্য জনতা ব্যাংক নারান্দিয়া শাখায় আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তাড়াতাড়ি লোন পাশের জন্য জনতা ব্যাংক নারান্দিয়া শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম ঐ গ্রাহকের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা উৎকোচ গ্রহণ করে। লোনটি পাশ হয়েছে বলে আবারও তার কাছ থেকে ৩ হাজার টাকা উৎকোচ দাবী করে। তার কাছে টাকা না থাকায় তিনি ব্যবস্থাপককে ১ হাজার টাকা দিতে চায় কিন্তু তিনি তা গ্রহণ না করে ৩ হাজার টাকার কম হবে না বলে তাকে জানায়। এই ঘটনার প্রেক্ষিতে ২৮ জুন রবিবার বিকেলে নারান্দিয়া বাজারে ঐ ব্যবস্থাপকের রাস্তা গতিরোধ করে তার উৎকোচের টাকা ফেরত চাইলে এক পর্যায়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ব্যাপারে ব্যবস্থাপক শফিকুল ইসলামের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি জনতা ব্যাংক নারান্দিয়া শাখায় যোগদান করার পর এ পর্যন্ত এক টাকাও উৎকোচ গ্রহণ করি নাই। এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ব্যবস্থাপককে অতিদ্রুত অপসারণের দাবী জানিয়েছে এলাকার ব্যবসায়ী মহল।

নিউজবাংলা/একে