নিউজবাংলা: মঙ্গলবার, ৩০জুন:

ঢাকা: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের অবস্থা উন্নতির দিকে বলে আজ সকালে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

অধ্যাপক আদনান ইউসুফ বলেন, সকালে কিছু সময়ের জন্য তার ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দেয়া হয়েছিল। সেই সময়ে তিনি কথা বলেছেন। পরে আবার বেলা ১১টায় তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। এভাবেই পর্যবেক্ষণে রাখা হয়েছে নায়ক রাজ্জাককে। তার অবস্থা এখন উন্নতির দিকে।

নায়করাজের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে আজ দুপুরে আরেকটি সংবাদ সম্মেলন করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

বর্তমানে তিনি রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

ইউনাইটেড হাসপাতাল সূত্র জানিয়েছে, গত রবিবার সন্ধ্যায় অসুস্থ হলে নায়ক রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে তার অবস্থার উন্নতি হয়।

বর্তমানে তিনি ছয় নম্বর আইসিইউতে স্পাইরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আদনান ইউসুফের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজবাংলা/একে