নিউজবাংলা: মঙ্গলবার, ৩০জুন:

নিজস্ব প্রতিবেদক:

ঈদ যতই ঘনিয়ে আসছে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানজটের তীব্রতা ততই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে যাত্রীদের ভোগান্তির মাত্রা। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যানজট কমাতে ও ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘবে এরইমধ্যে নানান পদক্ষেপ নেয়া হয়েছে।

বঙ্গবন্ধুসেতু হয়ে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ ৩০ টি জেলার গড়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার যানবাহন চলাচল করে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি চলাচল শুরু করায় মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে গেছে প্রায় ১০ গুণ। দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহন চলাচল করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে ভোগান্তির শেষ নেই রোগী, কর্মজীবীসহ সাধারণ যাত্রীদের।

রাস্তা প্রশস্ত না হওয়া, অপরিকল্পিত স্পীড ব্রেকার ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণেই যানজট। এতে লোকসানে গুনতে হচ্ছে বলে জানালেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সভাপতি মোঃ কামরুজ্জামান খান।

ঈদ উপলক্ষ্যে যানজট নিরসন ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর ।

নিউজবাংলা/একে