নিউজবাংলা: ২জুলাই, বৃহস্পতিবার:

ঢাকা: ছিটমহল বিনিময় সম্পন্নকরণের লক্ষে বাংলাদেশ-ভারত ডিসি-ডিএম পর্যায়ে ৩০

সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রস্তুতিমূলক দ্বিতীয়বারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর হলরুমে এ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় ৭৫ কার্যকরী সদস্য ও অতিরিক্ত ১০ জন সদস্য, মোট ৮৫ জন সদস্য ছিটমহল বিনিময় যৌথ জরিপ কার্যক্রম পরিচালনা করবেন বলে সিন্ধান্ত নেওয়া হয়। এছাড়া ৮৫ সদস্যের জরিপ কার্যক্রম পরিচালনার জন্য সদস্যদের প্রশিক্ষণ, ক্যাম্প স্থাপন, যৌথ মাঠ পরিদর্শন নিশ্চিতকরণ, বিজিবি ও বিএসএফ এর মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়। এ বৈঠকে ছিটমহলের ভূমি মালিকানা জরিপের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আগামী ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত জরিপকারী সদস্যরা ছিটমহলবাসীর বাড়ি বাড়ি গিয়ে গণনা কার্যক্রম পরিচালনা করবেন। প্রতি ৫জন গণনাকারীকে সুপারভাইজিং করবেন একজন সুপারভাইজার।

কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, লালমনিরহাট-১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী, বিজিবি রংপুর অঞ্চলের পরিচালক লে. কর্নেল সাফিউল আলম, লালমনিরহাট পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ সুপার তবারক উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তার হোসাইন আজাদ, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজিএম এরশাদ আহসান হাবীব, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরকুতুবুল আলম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক জাহিদুল হক সরকার, ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের কান্সিলর আনোয়ারুল ইসলাম, রংপুর জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আব্দুল মান্নান।

অপরদিকে ভারতের কুচবিহার জেলা শাসক (ডিএম) মি. পি উলাগানাথেনের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কুচবিহার পুলিশ সুপার রাজেশ কুমার ইয়াদেব, বাংলাদেশে নিযুক্ত সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র, কুচবিহার অতিরিক্ত জেলা শাসক (সার্বিক) চিরঞ্জীব ঘোষ, কুচবিহার অতিরিক্ত জেলা শাসক (এল এন্ড এলআর) সঞ্জয় কুমার দাস, মেখলিগঞ্জ সাব ডিভিশনাল অফিসার রঞ্জন কুমার ঝাঁ, মাথাভাঙ্গা সাব ডিভিশনাল রঞ্জন চক্রবর্তী, দিনহাটা সাবডিভিশনাল অফিসার কৃষ্ণভা ঘোষ, ছিটমহল উন্নয়ন কর্মকর্তা প্রদীপ্ত ভেক্তা, ডিরেক্টর ওআরজি আই ধীরাজ জাইন, ডিএমডিসি বিপ্লব সরকার, আই বি বি ডি সুদীপ্ত সরকার, ওসি এন ক্লেভ কুচবিহার এল টি ভুঠিয়া। বিকেলে ভারতের প্রতিনিধি দলটি দেশে ফিরে যাবেন বলে জাগো নিউজকে জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান।

নিউজবাংলা/একে