নিউজবাংলা: ২জুলাই, বৃহস্পতিবার:

ঢাকা: রাজধানীর বাড্ডায় শ্বশুরবাড়িতে গৃহবধূ শিমু আক্তারের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকরা বলছেন, বাড়ির ছাদ থেকে পড়ে তিনি মারা যান। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃতের ননদ সুমি আক্তার জানান, ‘চার-পাঁচ মাস আগে তার ভাই অর্থাৎ গৃহবধূর স্বামী বিদেশ যান। গৃহবধূ শিমু আক্তার শ্বশুরবাড়িতেই থাকতেন। বৃহস্পতিবার দুপুরে কাপড় মেলতে গিয়েই হয়তো তিনি পড়ে গেছেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজধানীর বাড্ডা থানার পোস্ট অফিস গলির ৯৭৬ নম্বর বাড়িতে বসবাস করতেন। তার স্বামী সৌদি প্রবাসী কামরুজ্জামান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, সন্দেহ হওয়ায় শিমু আক্তারের দেবর টিটুকে আটক করা হয়েছে।

 

 

নিউজবাংলা/একে