মিরপুরে ড্রোন ব্যবহারের জন্য ক্ষমা চাইলো দ. আফ্রিকা
নিউজবাংলা: ২জুলাই, বৃহস্পতিবার:
ঢাকা: বুধবার মিরপুরে দক্ষিণ আফ্রিকার ক্রিটেক দলের অনুশীলনকালে ইউটিউবে ছবি ব্যবহারের জন্য প্রযুক্তি হিসেবে ড্রোন ব্যবহার করেছিল দলটির টিম অফিসিয়ালরা।
এতে বাংলাদেশের নিরাপত্তাজনিত বিধিনিষেধ লঙ্ঘিত হয়। নিয়মবহির্ভূত এ কাজ করায় বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট কর্তৃপক্ষ।
বুধবার এমন কাজের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এ নিয়ে আপত্তি জানায় দক্ষিণ আফ্রিকান দলের কাছে। এ প্রসঙ্গে তাদের টিম ম্যানেজার মোহামেদ মুসাজি এএফপিকে এক ইমেইলের মাধ্যমে বলেন, ‘প্রোটিয়া দলের বিভিন্ন ছবি ইউটিউবে ব্যবহারের জন্যই ড্রোনটি ব্যবহার করা হয়েছিল। আমরা এখানকার আকাশসীমা ব্যবহারের কড়াকড়ি জানতাম না। তাই অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ও নিরাপত্তা সংশ্লিষ্টদের কাছে ক্ষমা চাইছি।’
এ প্রসঙ্গে বিসিবি কর্মকর্তারা এএফপিকে জানান, গত ডিসেম্বরেই বেসামরিক বিমান কর্তৃপক্ষ নিজেদের আকাশসীমায় অনুমতি ছাড়া সবে ধরনের চালকবিহীন উড়ন্তযানে নিষেধাজ্ঞা আরোপ করে।
নিউজবাংলা/একে