নিউজবাংলা: ৭জুলাই, মঙ্গলবার:

ঢাকা : লাক্স সাবান কিনে স্বর্ণের লকেট জিতে নেয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে ইউনিলিভার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচারের জন্য ইউনিলিভার কর্তৃপক্ষের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৪(বি) ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনকারী এডভোকেট তৌহিদুল ইসলাম বলেন, দণ্ডবিধির আইন অনুযায়ী পণ্য বিক্রির জন্য প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার করা নিষিদ্ধ। দণ্ডবিধি আইনের ২৯৪(বি) ধারায় বলা হয়েছে, প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে ছয় মাসের জেল ও জরিমানার কথাও বলা হয়েছে।

নিউজবাংলা/একে