নিউজবাংলা: ৭জুলাই, মঙ্গলবার:

ঢাকা : ঈদে মায়ের কাছে ‘কিরণমালা’ জামা কিনে চেয়েছিলো অষ্টম শ্রেণির ছাত্রী সাবিনা খাতুন। কিন্তু বাসা বাড়িতে ঝিয়ের কাজ করা মায়ের পক্ষে সেই আবদার পূরণ করার সাধ থাকলেও সাধ্য ছিলো না।

 

মেয়ের বারংবার আবদারে তাই ক্ষুব্ধ হয়ে মেয়েকে থাপ্পড় দেন অভাবী মা। অভিমানী মেয়ে বেছে নেয় আত্মহত্যার পথ।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

সুরতহাল প্রতিবেদন শেষে পরদিন সোমবার বেলা দশটার দিকে সাবিনার লাশ দাফন হয়।

ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, সাবিনা স্থানীয় ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। মেয়েটি সন্ধ্যায় নিজ শয়নকক্ষে আত্মহত্যা করে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় পরদিন নিহতের মরদেহ দাফন করা হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, মেয়েটির পরিবার অত্যন্ত অভাবী। ঈদে নতুন জামা চাওয়ায় তার মা তাকে শাসন করে। এতে অভিমান করে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

কিরণমালা ভারতের স্টার জলসা চ্যানেলে প্রদর্শিত হওয়া একটি মেগা সিরিয়ালের নাম। ওই সিরিয়ালের নামে মেয়েদের পোশাক এবারের ঈদে অল্পবয়সী তরুণীদের মূল আকর্ষণ।

নিউজবাংলা/একে