নিউজবাংলা: ১০ জুলাই,শুক্রবার :
ঢাকা : ড. জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার। তিনি ইসলাম ও বিভিন্ন ধর্মের বিষয়ে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হিসেবে পরিচিত। ডঃ জাকির ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা করেন, আর ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো পরিষ্কার করেন।
পবিত্র কোরআন, সহীহ হাদিস ও অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে এবং সেই সাথে যুক্তি, উক্তি ও বিজ্ঞানের সাহায্যে। তিনি গত ৭ বছরে ৭০০ এর বেশি বক্তৃতা দিয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ আমেরিকাসহ আরও অনেক দেশে। এছাড়াও, তিনি ভারতে অসংখ্য বক্তৃতা দিয়েছেন।
তিনি নিয়মিতভাবে বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান করে থাকেন। তিনি ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে অনেক বই লিখেছেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নোত্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাকে ধর্ম নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে, তিনি বিভিন্ন ধর্ম গ্রন্থ হতে ব্যাখ্যা দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। সম্প্রতি তাকে একজন শ্রোতা ইসলামের অলৌকিকত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি তার উত্তর দেন। এখানে, তার উত্তর তুলে ধরা হল-
আপনি যদি সহীহ হাদিস পড়েন, তাহলে দেখতে পাবেন নবীজী ৩০০টিরও বেশি অলৌকিক হাদিস বর্ণনা করেছেন। তবে যে অলৌকিকত্ব নিয়ে গর্ব করি, তা হল পবিত্র কোরআন শরিফ। এটা হচ্ছে ইসলামের অলৌকিকত্ব। অন্য সব অলৌকিকত্ব আমরা বিশ্বাস করি। যেমনঃ মুসা (আঃ)সমুদ্র দুইভাগ করেছিলেন, যীশু খ্রিস্ট মৃতকে জীবিত করেছিলেন।
কিন্তু, এখন যদি দেখতে যাই, সে সময়ে কি যেতে পারব যাচাই করতে? সমুদ্র ভাগ করেছিলেন কিনা? সে সময়ের লোকজন মানত। আপনি বা আমি কি তা বিশ্বাস করতে পারব? একইভাবে আমরা যাচাই করতে পারব না মুসা (আঃ)সমুদ্র দুইভাগ করেছিলেন কিনা, যীশু খ্রিস্ট মৃতকে জীবিত করেছিলেন কিনা। মহানবী (সঃ) চাঁদকে দুই খণ্ডে বিভক্ত করেছিলেন। এটা সে সময়ের জন্য ছিল। কিন্তু, এখন আপনি তা দেখতে পারবেন না। পবিত্র কোরআন তখনকার অলৌকিক সময় হতে আজ পর্যন্ত বিদ্যামান। অর্থাৎ, কোরআন তখনও ছিল, এখন ও আছে। যা অলৌকিকের অলৌকিক।
আগের সময় ছিল অলৌকিকত্বের। সে সময় প্রমাণ করেছে। পরে সাহিত্যের যুগ আসলো, তখন বলা হয়েছে, কোরআন হল সবচেয়ে উত্তম সাহিত্য এই পৃথিবীর বুকে মুসলিম ও অমুসলিম আরবি বিশেষজ্ঞদের মতে। এখন যদি কোন কাব্যিক গ্রন্থ বলে, পৃথিবী সমতল, তাহলে কি বিশ্বাস করবেন? না। কারণ, এখন সাহিত্যের যুগ নয়, এখন হল বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এখন বিজ্ঞান যা বলবে তাই বিশ্বাস করবেন। পবিত্র কোরআনে ১,৪০০ বছর আগে যা বলেছে বিজ্ঞান এখন তা আবিষ্কার করছে। কোরআনে এ কথাগুলো সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কেউ বলেনি। তাই, সবচেয়ে অলৌকিক, অলৌকিকের অলৌকিক হল কোরআন।–সূত্র: ইউটিউব।
সম্পাদনা: ফাতেমা তুজ জোহুরা।

নিউজবাংলা/একে