নিউজবাংলা: ১০ জুলাই,শুক্রবার :
বিশ্বনাথ প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলার উদ্যোগে পবিত্র বদর দিবস উপলক্ষে ক্বিরাত, গজল

ও বক্তব্য প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে উপজেলার প্রায় ১৬টি দারুল ক্বিরাত শাখার ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। গত বুধবার সকালে বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের আহবায়ক আলী আনহার শাহান। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মো. ইমাদউদ্দিন নাসিরী। বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতা মাত্রই শিক্ষার্থীদের মেধা আর মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শাখার সদস্য সচিব মো. আবুল কাশেমের পরিচালনায় এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, সিলেট (পূর্ব) জেলা তালামীযের সভাপতি মো. উসমান গণী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রাইভেট জোন ইউনিভার্সিটি সিলেটের সাবেক সহ-সভাপতি আহসান মাহমুদ, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাও. লুৎফুর রহমান, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি মো. আলতাফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন-আল- ইসলাহ নেতা মো. মনোওর আলী, শরিফ আহমদ, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সদস্য হাফিজ ইসলাম উদ্দিন, আবু সালেহ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির ফয়ছল, সাবেক সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আজাদুল ইসলাম, বিশ্বনাথ আলীয়া মাদ্রাসা শাখা’র সভাপতি মোজাহিদ আলী সুমন, প্রত্যাশা শিল্পী গোষ্ঠির প্রধান পরিচালক মাশুক আহমদ নাঈম, তালামীয নেতা লাহিন আহমদ।

নিউজবাংলা/একে