দিনাজপুরে অপহৃত দুই যুবক উদ্ধার, আটক ৪
নিউজবাংলা: ১২ জুলাই, রোববার :
দিনাজপুর: অপহরণের নয় দিন পর দিনাজপুর সদর উপজেলা থেকে দুই যুবককে উদ্ধার করেছে র্যাব।
রোববার সকালে উপজেলার উথরাইল গ্রাম থেকে তাদের উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত চার জনকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃতরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাদেক আলী (৩৫) ও একই এলাকার আব্দুল হালিমের ছেলে আলাউদ্দিন (২৫)।
আটককৃতরা হলেন- উথরাইল গ্রামের সামসুল হক, সাইফুর রহমান, নুর ইসলাম ও সহিদুল ইসলাম।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের এএসপি দোলন মিয়া জানান, উথরাইল গ্রামের মজিবরের বাড়িতে গত ২ জুলাই বেড়াতে আসেন সাদেক আলী ও আলাউদ্দিন। পরদিন মজিবরের বাড়ি থেকে জয়পুরহাট ফেরার পথে উথরাইল কালনাহার ডিপের কাছ থেকে তাদের অপহরণ করে এবং পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
এ ঘটনা সাদেকের স্ত্রী শাহানারা বেগম র্যাব-১৩ কার্যালয়ে জানালে গোপন নজরদারির পর উথরাইল গ্রামে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং চার অপহরণকারীকে আটক করা হয় বলে জানান এ র্যাব কর্মকর্তা।
নিউজবাংলা/একে