নিউজবাংলা: ১২ জুলাই, রোববার :

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে এক পরিবারের কাছে চাঁদাবাজির অভিযোগে এসবি ও ডিবি পুলিশের তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ মজিদ আলী জানান, শনিবার রাতে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হওয়ার পর রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল ফিরোজ ও মনিরুজ্জামান এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল হাফিজ।

জেলা শহরের গঞ্জপাড়া এলাকায় কেসিং মারমা ও তার স্ত্রী মাপরু মারমার (২৬) কাছ থেকে ওই তিন কনস্টেবল ২০ হাজার টাকা চাঁদা আদায় করেন বলে প্রমাণ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সুপার জানান। তিনি বলেন, ওই তিন পুলিশ সদস্য গত ৮ জুলাই রাতে কেসিং মারমার বাসায় গিয়ে তাকে হাতকড়া পড়ায়। এরপর তার স্ত্রীকে তারা বলে, ৫০ হাজার টাকা না দিলে মাদক বিক্রির অভিযোগে তার স্বামীকে থানায় নেওয়া হবে। ওই দম্পতি তিন পুলিশকে ২০ হাজার টাকা দিতে বাধ্য হন।

“ঘটনার শিকার ওই দম্পতি আমার কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। তাদের তদন্তে চাঁদাবাজির সত্যতা পাওয়া যায়।”

পরে শনিবার রাতে সদর থানায় তিন কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়। রাতেই তাদের সাময়িক বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়।

 

নিউজবাংলা/একে