নিউজবাংলা: ২২জুলাই, বুধবার :
ঢাকা: ঈদের ছুটি শেষ দিন কয়েক আগে। তবে পরিবারের সাথে একটু বেশি সময় পার করার জন্য বাড়তি ছুটি নেন অনেকেই।

সেই ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বুধবার সকালে সদরঘাট, মাওয়া, পাটুরিয়ায় লঞ্চে আসা যাত্রী ছিল চোখে পড়ার মতো।

বুধবার সকালে সদরঘাটে ছিলো উপচে পড় ভিড়। ভোর থেকেই একের পর এক লঞ্চ এসে ভিড়তে শুরু করলে যাত্রীদের চাপ বাড়ে।

টার্মিনালের কর্মকর্তারা জানান, আজ বুধবার যাত্রীদের চাপ বেড়েছে। বৃহস্পতি ও শুক্রবার এ ভিড় আরো বাড়বে। তবে তাদের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তারা।

এদিকে কাওড়াকান্দি-মাওয়া ফেরিঘাটে উভয় পারেই যাত্রীদের বেশ ভিড় ছিলো। ঈদ শেষে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট হয়ে রাজধানী ঢাকাতে ছুটছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ।

ফেরিতে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যাত্রীদের টিকেট কেটে লঞ্চ ও স্পিডবোটে উঠতে দেখা গেছে।

কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ঘাট এলাকায় যানবাহনের তেমন কোনো চাপ নেই। তবে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের চাপ কিছুটা বেশি থাকলেও যানবাহন সঙ্কটে ভুগছে ফেরিগুলো। হয়তো বিকেল নাগাদ এর চাপ কিছুটা বাড়তে পারে।

পাটুরিয়া ঘাটেও যাত্রীদের চাপ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে এ চাপ আরো বাড়বে বলে জানিয়েছেন ঘাট কর্মকর্তারা। লঞ্চ ও ফেরি সবগুলোতেই উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী ছিলো। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে ঘাট কর্মকর্তারা জানিয়েছেন।
নিউজবাংলা/একে