নিউজবাংলা: ২২জুলাই, বুধবার :
ঢাকা: টেকনাফ (কক্সবাজার): মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার।

মিয়ানমার সীমান্ত পুলিশ (বিজিপি) ও মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের সাথে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা বৈঠকের পর ১৫৫ জনকে ফেরত দেয়া হয়।

দু’দেশের সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়া বিজিপি ক্যাম্পে বুধবার বেলা পৌনে ১১টায় পতাকা বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।

তিনি জানান, গত ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে ভাসমান অবস্থায় দেশটির নৌবাহিনী ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীদের উদ্ধার করে। এদের মধ্যে শনাক্ত করে ১৫৫ জনকে ফেরত আনা হচ্ছে। এর আগে গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ৮ জুন ১৫০ জনকে এবং ১৯ জুন ৩৭ জনকে ফেরত আনা হয়।

নিউজবাংলা/একে