নিউজবাংলা: ২২জুলাই, বুধবার :
মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা কারাগারে গোলাপ মল্লিক (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার গভীর রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। গোলাপ সিংগাইর উপজেলার চর জামালপুর গ্রামের ফুলচান মল্লিকের ছেলে।

মানিকগঞ্জ জেলা কারাগারের জেলার আবু মুসা জানান, গোলাপ নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলার আসামি। দুই মাস ধরে তিনি ওই মামলার কয়েদি হিসেবে কারাগারে ছিলেন।

মঙ্গলবার রাত ১টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে কারাবিধি অনুযায়ী লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে।

নিউজবাংলা/একে