নিউজবাংলা: ২২জুলাই, বুধবার :
ঢাকা: চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক করেছেন তামিম ইকবাল। ১১৯ বল খেলে ৫০ রান স্পর্শ করেন এই ব্যাটসম্যান।

১৪ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড ছিল হাবিবুল বাশারের। ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টের চতুর্থ দিনে সেই রান টপকে যান তামিম ইকবাল।

২০০১ সালে বাংলাদেশের তৃতীয় টেস্টেই আমিনুল ইসলামকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন হাবিবুল। ১৪ বছর রেকর্ডটি ছিল তার দখলে। দেশের ৯১তম টেস্টে অবশেষে হাবিবুলের হাতছাড়া হয় সেই রেকর্ড। ফতুল্লা টেস্টের চতুর্থ দিনে ১৯ রানের ইনিংসটির পথে হাবিবুলের ৩ হাজার ২৬ রান ছাড়িয়ে যান তামিম। এখন তাকে আরো পেছনে ফেললেন তিনি।

নিউজবাংলা/একে