মিয়ানমার ফেরত নারায়ণগঞ্জের ৬ কিশোরকে পরিবারে হস্তান্তর
নিউজবাংলা: ২৫জুলাই, শনিবার :
নারায়নগঞ্জ প্রতিনিধি :
মিয়ানমার থেকে ফেরত আনা ১৬০ নাগরিকের মধ্যে নারায়ণগঞ্জের ছয় কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াই হাজার উপজেলার এ সব কিশোরকে শুক্রবার বিকেলে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ সব কিশোরের মধ্যে রয়েছে— আড়াই হাজার উপজেলার আব্দুর বারেকের ছেলে মো. শরীফ (১৭), একই এলাকার নুরু মিয়ার ছেলে মো. মোশারফ (১৭), মনির হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৬), আব্দুর করিমের ছেলে মো. জাহিদুল করিম (১৪), রূপগঞ্জ উপজেলার এমারত ইসরাতের ছেলে মো. হৃদয় ভূইয়া (১৬) ও একই এলাকার হিরণ মিয়ার ছেলে মো. রবিন মিয়া (১৭)।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের যুব প্রধান মো. হাবিবুর রহমান জানান, রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেসিং বিভাগের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যদের সার্বিক সহযোগিতায় ছয় কিশোরকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে সে দেশের নৌবাহিনী ৭২৭ জন অভিবাসীকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। ২২ জুলাই তাদের মধ্যে থেকে ১৬০ জন বাংলাদেশীকে ফেরত আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর পর তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ওই দিন সন্ধ্যায় তাদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসে। সেখানে তাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ২৩ জুলাই তাদের মধ্য থেকে আদালতের নির্দেশে ৯ কিশোরকে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় বাড়ি পাঠানো হয়। তাদের মধ্যে ছয় জনের বাড়ি নারায়ণগঞ্জে।
নিউজবাংলা/একে