নিউজবাংলা: ২৫জুলাই, শনিবার :

ঢাকা: সন্তান-সম্ভবা ছিলেন ২৯ বছর বয়সী লিয়ান সালিভান। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার পেটে আল্ট্রাসাউন্ড স্ক্যান বা আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করালেন।

আল্ট্রাসাউন্ডের ছবিতে যে দৃশ্য দেখা গেলো, তা রীতিমতো চোখ কপালে তোলার মতোই খবর। এমনটাও আবার ঘটা সম্ভব নাকি! একেবারে প্রাগৈতিহাসিক যুগের বিলুপ্ত ডাইনোসরের মতোই দেখতে তার পেটের ভ্রুণটি। খবর অনলাইন মিরর

যে সময় আল্ট্রাসাউন্ড স্ক্যানটি করা হয়, তখন ওই নারীর পেটে থাকা ভ্রুণটির পূর্ণাঙ্গতা পেতে আরো ২০ সপ্তাহ সময় লাগতো। ইংল্যান্ডের লিভারপুলের উইলিয়াম হিলে গ্রাহক সেবার কাজ করেন লিয়ান। আর ৫ সপ্তাহের মধ্যে তার প্রথম কন্যাসন্তান প্রসবের কথা। ভূমিষ্ঠ হওয়ার আগেই নবজাতকের নাম রাখা হয়ে গেছে। নাম রাখা হয়েছে রুদি-লু। আর ওই যে ডাইনোসর-ভ্রুণের কথা বলা হচ্ছিল, সেটি ছিল গত এপ্রিল মাসের আল্ট্রাসাউন্ড পরীক্ষায় পাওয়া ছবি। তখন হাসপাতাল থেকে ফিরেও স্ক্যানে ডাইনোসরের মতো দীর্ঘ ঘাড়টি খেয়াল করেননি লিয়ান।

মজার ব্যাপার হলো, জুরাসিক পার্ক সিরিজের নতুন সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড মুক্তি পাওয়ার মাত্র এক মাস আগে স্ক্যানে অদ্ভুত এ বিষয়টি ধরা পড়ে। তবে দেরিতে হলেও লিয়ানের বান্ধবী জেনি মেইসনের চোখ এড়ায়নি বিষয়টি। আল্ট্রাসনোগ্রাফিতে পাওয়া ছবির সঙ্গে ব্রন্টোসরাস প্রজাতির ডাইনোসরের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আর স্ক্যানের ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়া মাত্রই হিট! জেনি বলার আগে আমি একেবারেই বিষয়টা খেয়াল করিনি বলে মন্তব্য করেন লিয়ান। তিনি বলেন, ‘একবার ভালো করে খেয়াল করলে আপনি আসলেই এটাকে ডাইনোসরের মতো মনে করবেন। আমি বলবো না যে আমি ডাইনোসরের অনেক বড় ভক্ত। তবে আল্ট্রসনোগ্রাফির কিছুদিন পর আমি সিনেমা হলে গিয়ে জুরাসিক পার্কের নতুন সিনেমাটি দেখেছিলাম।’

অবশ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন, পুরো ব্যাপারটাই আলোর খেলা ছাড়া অন্য কিছু নয়। এদিকে আর মাত্র ৫ সপ্তাহের মাথায় ভূমিষ্ঠ হতে যাচ্ছে লিয়ানের প্রথম কন্যা সন্তান। এজন্য স্বভাবতই বেশ উৎফুল্ল তিনি। তবে সেই মাহেন্দ্রক্ষণের জন্য আর অপেক্ষা করতে পারছেন না লিয়ান। ভ্রুণটি সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিউজবাংলা/একে