শেরপুরে ‘হজ্বের কাফেলা’ বইয়ের মোড়ক উম্মোচন
            
            
              
নিউজবাংলা: ২৫জুলাই, শনিবার :
              শেরপুর (বগুড়া) সংবাদদাতা:
              বগুড়ার শেরপুরে বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলুর লেখা ‘হজ্বের কাফেলা’ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।
              
                শুক্রবার বিকেলে শহরের শান্তিনগরস্থ সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার কার্যালয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উম্মোচন করেন। এর আগে শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
              সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি এড. গোলাম ফারুক, শেরপুর সাহিত্য চক্রের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুস সালাম, শেরপুর ইউনিভার্সাল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ খন্দকার নাজমুল হক, বইটির লেখক সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, সাহিত্যিক সাহাব উদ্দিন হিজল, লতিফ আদনান, শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
              এছাড়াও উক্ত অনুষ্ঠানে শেরপুর কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব মাওলানা এজাজ আহমেদ, সাংবাদিক নাহিদ আল মালেক, আশরাফুল আলম পুরণ, সাকিল মাহমুদ, আবু রায়হান রানা, জাহিদুল ইসলাম, এরশাদ হোসেনসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
              
              নিউজবাংলা/একে