সখীপুরে ১৬০পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার
            
            
              
নিউজবাংলা: ২৬জুলাই, রোববার :
              সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
              টাঙ্গাইলের সখীপুরে ১৬০ ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন (২২) ও ফারুক হোসেন (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
              
              শুক্রবার রাতে উপজেলার নলুয়া এয়ারফোর্স বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মনির পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ক্যাপ্টেন মোড় এলাকার মিন্টু মিয়ার এবং ফারুক একই এলাকার জামাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলুয়া এয়ারফোর্স বাজার এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
              সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার ওই দুই মাদক ব্যবসায়ীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো  হয়েছে।
              
              নিউজবাংলা/একে