ঢাকা: স্কুলগামী শিশুদের জন্য নতুন এক আদেশ জারি করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার। এখন থেকে কোনো শিশু তার ওজনের ১০ ভাগের বেশি ভারী ব্যাগ বহন করতে পারবে না।
এই আইনটি কঠোরভাবে প্রয়োগ করা হবে বলেও সতর্ক করে দিয়েছেন ওই রাজ্যের সরকারি কর্মকর্তারা।
তারা বলছেন, ভারী ব্যাগ বহন করার ফলে শিশুদের মেরুদণ্ড এবং জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে এই নির্দেশ লঙ্ঘন করলে কী ধরনের শাস্তি দেয়া হবে সে বিষয়ে ওই আদেশে অবশ্য কিছু উল্লেখ করা হয়নি।
ভারতে শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল করার জন্য শিশুদের প্রচুর চাপ দেয়া হয়ে থাকে। অতিরিক্ত বই খাতা এবং বিভিন্ন শিা উপকরণ বোঝাই ব্যাগ নিয়ে প্রায়ই তাদের স্কুল ও কোচিং সেন্টারগুলোতে ছোটাছুটি করতে দেখা যায়।
তাই শিশুদের নিজেদের ওজনের চেয়ে ২০ থেকে ৩০ গুণ বেশি ভারী ব্যাগ বহন করতে দেখা যায়। এজন্য এ রুল জারি করা হয়েছে। পাশাপাশি শিশুদের খাবার ও পানি সরবরাহ করার জন্য স্কুলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার।
এই সরকারি আদেশকে স্বাগত জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘এখন থেকে হালকা ব্যাগ নিয়ে স্কুলে যেতে পারবো যেনে আমার খুব আনন্দ হচ্ছে।’