নিউজবাংলা: ২৮জুলাই : মঙ্গলবার
ঢাকা: আর মাত্র একদিন পরেই অবমুক্ত হতে চলেছে উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। উইন্ডোজ জানিয়েছে প্রথম বছর উইন্ডোজ ৭ এবং ৮ ব্যবহারকারীরা এটি বিনামূল্যে আপডেট করতে পারবেন।

তবে সেজন্য ছোট্ট একটি কাজ করতে হবে আপনাকে। মাইক্রোসফটের ওয়েবসাইটের উইন্ডোজের ১০ বিভাগে আপনার ই-মেল অ্যাড্রেস লিখে নিবন্ধন করতে হবে। এরপর আপনার কম্পিউটার ল্যাপটপ কিংবা ডেস্কটপ বা স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে উইন্ডোজ ১০ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।
মাইক্রোসফট জানিয়েছে, ২৯ জুলাই অবমুক্ত হবে উইন্ডোজ ১০। এরপর ধাপে ধাপে নতুন অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটার বা স্মার্টফোনে ইনস্টল হয়ে যাবে বিনামূল্যেই। তবে এজন্য ডাটা চার্জ খরচ হবে। এসুবিধা পাবেন তারাই যাদের উইন্ডোজ ৭ কিংবা ৮ এর জেনুইন সংস্করণ আছে। অন্যদিকে পাইরেট কপির উইন্ডোজও ১০ এ আপডেট করা যাবে। তবে সেটি পাইরেট কপিই থেকে যাবে। এতে সিকিউরিটি আপডেট মিলবে না।
যাদের কম্পিউটারে উইন্ডোজ ৭ বা ৮ জেনুইন সংস্করণ আছে তারা ডেস্কটপ বা ল্যাপটপের টাস্কবারের ডান দিকে সাদা রঙের জানালা চিহ্ন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে ‘গেট উইন্ডোজ টেন’ নামে একটি উইন্ডো খুলে যাবে। এ বার শুধু ‘রিজার্ভ ইওর কপি অফ উইন্ডোজ টেন নাও’ অপশনে ক্লিক করে ই-মেল দিয়ে দিলেও উইন্ডোজ ১০ এর ডাউনলোড বুক হয়ে যাবে।
মাইক্রোসফট জানায়েছে, উইন্ডোজ ১০ পেতে গেলে প্রায় তিন জিবির ফাইল ডাউনলোড করতে হবে। তাই, কম্পিউটার হোক বা স্মার্টফোন ওয়াই-ফাই বা এমনি ভাবে ব্রডব্যান্ড চালু রেখেই ডাইনলোড করা ভাল।
মাইক্রোসফট এই অপারেটিং সিস্টেম নিয়ে বেশ আশাবাদী। তাদের দাবি, এই প্রথম স্মার্টফোন, ট্যাবলেট আর কম্পিউটার। তিন ধরনের যন্ত্রেই সাবলীল ভাবে কাজ করবে উইন্ডোজ ১০। তিনটি গ্যাজেটের মধ্যে সংযোগকে আরও সহজ করে তুলবে।
বেশ কিছু নতুন ব্যাপারও আসছে উইন্ডোজ ১০ এ। প্রতি দিনের কাজকে আরও সহজ করে তোলাই যার মূল লক্ষ। এই উইন্ডোজ দ্রুত কাজ শুরু করবে। অথাৎ কম্পিউটার বা স্মার্টফোন দ্রুত বুট হবে। কম্পিউটারের স্টার্ট বোতাম টিপলে নিমেষের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। উইন্ডোজ ৮ এ কোনও স্টার্ট মেনু ছিল না। তা নিয়ে অনেকের অনুযোগ ছিল। উইন্ডোজ ১০ এ আবার সেই স্টার্ট মেনু ফিরে এসেছে। স্টার্ট মেনুতেই আপনার পছন্দের, দরকারি অ্যাপসগুলিকে পিন করে রাখতে পারবেন।
উইন্ডোজ ১০ এ আসছে মাইক্রোসফটের একে বারে নতুন ইন্টারনেট এক্সপ্লোরার ‘এজ’। মাইক্রোসফটের দাবি, এই এক্সপ্লোরার আপনার ওয়েব ব্রাউজ করার অভিজ্ঞতাকে একে বারে পাল্টে দেবে। ওয়েব পেজের ভিতরেই নোট লেখা, সেই নোট শেয়ার করাও যাবে। পছন্দের বিষয় অফলাইনে পড়তেও পারবেন।
মাইক্রোসফটের মতে এই উইন্ডোজ ১০ এ বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ‘কর্টানা’ কে। অ্যাপলের ‘সিরি’, গুগল ‘নাউ’ এর সঙ্গে পাল্লা দিতে উইন্ডোজ ৮ এ মাইক্রোসফট নিয়ে এসেছিল ‘কোরটানা’ কে। এ বার আরও উন্নত হচ্ছে ‘কর্টানা’। এতে অপারেটিং সিস্টেমের সঙ্গে আপনার আদান-প্রদান প্রক্রিয়া আরও সহজ হবে। আপনাকে কাজের সুবিধা মতো করে অপারেটিং সিস্টেমকে সাজিয়ে তুলবে ‘কর্টানা’।
পাশাপাশি এ বার উইন্ডোজ ব্যবহারের নানা সুবিধা আসছে। যেমন একই উইন্ডোর মধ্যে চারটি অ্যাপস নিয়ে এক সঙ্গে কাজ করতে পারবেন। ভার্চুয়াল ডেস্কটপ তৈরির মতো বেশ কিছু সুবিধাও থাকছে।

নিউজবাংলা/একে