কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
নিউজবাংলা: ২৮জুলাই : মঙ্গলবার
জাহাঙ্গীর আলম:
“সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এই শ্লোগানকে সামনে রেখে ২৮ জুলাই মঙ্গলবার সপ্তাহ্ ব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৫ এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর মেয়র আনছার আলী বি.কম, উপজেলা মৎস্য অফিসার মুহাম্মাদ আব্দুল কুদ্দুছ, তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনষ্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, উপজেলা কৃষি অফিসার এ.কে.এম শহিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মীর মিজানুর রহমান, সফল মৎস্য চাষী জিতেন চন্দ্র রাজবংশী, নারায়ন পোদ্দার, প্রমুখ। আলোচনা সভার পূর্বে তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনষ্টিটিউট ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারের নেতৃত্বে র্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর মেয়র আনছার আলী বি.কম, উপজেলা মৎস্য অফিসার মুহাম্মাদ আব্দুল কুদ্দুছ, তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনষ্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষী, তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনষ্টিটিউট এর শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, কালিহাতী প্রেসক্লাবের নেতৃবৃন্দ। র্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য অফিসের মিনহাজ উদ্দিন।
নিউজবাংলা/একে