ঠাকুরগাঁওয়ে টাংগন নদীতে মাছের পোনা অবমুক্তি
নিউজবাংলা: ২৮জুলাই : মঙ্গলবার
সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
“সাগর নদী সকল জলে,মাছ চাষে সোনা ফলে” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য দীবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচী পালিত হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহরের টাংগন নদীতে বিভিন্ন জাতের মাছ অবমুক্ত করেন জেলা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনাতায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা রাজস্ব আব্দুল ওয়াহেদ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সাত্তার প্রামানিক, মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, প্রত্যেকে সচেতন হতে হবে, পোনা মাছ ধরা যাবে না। সেই সাথে মাছ চাষে আগ্রহীদের সার্বিক সহযোগীতা করবে জেলা মৎস্য অধিদপ্তর।
নিউজবাংলা/একে