টাঙ্গাইল জেলা অটোরিক্সা অটো টেম্পো সিএনজি শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন
নিউজবাংলা: ২৮জুলাই : মঙ্গলবার
আব্দুল্লাহ আল নোমান:
টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটো টেম্পো সিএনজি শ্রমিক ইউনিয়নের এক সংবাদ সম্মেলন মঙ্গলবার বিকেলে আয়োজন করা হয় । টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটো টেম্পো সিএনজি শ্রমিক ইউনিয়ন আয়োজিন অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়েন টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটো টেম্পো সিএনজি শ্রমিক ইউনিয়নের আহবায়ক মহসিন সিকদার ।
এ সময় আরো উপস্থিত টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটো টেম্পো সিএনজি শ্রমিক ইউনিয়নের ছিলেন যুগ্ম আহবায়ক সেলিম খান, আমিনুর রহমান আমিন, সদস্য আমিনুর রহমান খান আমিনসহ টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটো টেম্পো সিএনজি শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ ।
টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটো টেম্পো সিএনজি শ্রমিক ইউনিয়নের আহবায়ক মহসিন সিকদার বলেন, টাঙ্গাইল জেলা পুলিশ আমাদের সিএনজি চালকদের কোন প্রকার আলোচনা ছাড়াই মহাসড়কে উঠতে দিচ্ছে না। আমাদের সামান্য কোন কিছু ঘটলে পুলিশ আমাদের কাছ থেকে ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত জরিমানা নিচ্ছে । এ অবস্থায় আমাদের অধিকাংশ গাড়ি চালকরা গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে । অনেক গাড়ি চালক এখন বেকার । এতে তারা অধাহারে জীবন যাপন করছে। সড়ক যোগাযোগ সেতু মন্ত্রি মহাসড়কে সিনজি চলাচল নিষেধ করেছেন, এর ফলে আমরা অনেক ক্ষতি গ্রস্ত হচ্ছি । সি এন জি নিষেধাকা উপর আমরা কোন প্রকার চিঠি পাই নাই।
আমরা গাড়ি কিনে আনার সময় সরকারকে কর দিয়েছি, কর দেওয়ার পরও কেন আমাদের কে মহাসড়কে গাড়ি চলাচল করতে দিচ্ছে না ।
মাননীয় প্রধান মন্ত্রি ও সেতু মন্ত্রির নিকট আমাদের দাবি গুলো হচ্ছে – মহাসড়কে দুই পাশে রাস্তা প্রশস্ত করে বিকল্প ব্যবস্থা করা হোক । যে সকল স্থানে মহাসড়ক ক্রস করতে হয় সে সকল স্থানে আন্তার পাস বা ওভার পাস করা হোক । অনতি বিলম্বে মহাসড়ক ৪ লাইন করা হক। সকল প্রকার সিএনজি গাড়ির রেজিষ্ট্রেশন দেয়া হোক । বিকল্প রাস্তার ব্যবস্থা করা হোক।
এ সব ব্যবস্থা গ্রহন করা না পযন্ত আমাদের সহাসড়কে গাড়ি চলাচল করতে দেওয়া হোক ।
নিউজবাংলা/একে