গাইবান্ধায় জিআরের বরাদ্ধাকৃত ৫০ টন চাল আত্মসাত
নিউজবাংলা: ২৯জুলাই : বুধবার:
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৫টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নামে ভুয়া কমিটি দেখিয়ে ৫০ টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগের প্রেক্ষিতে তদন্ত টিম বিষয়টি সরেজমিন তদন্ত করার পর আত্মসাতের সত্যতা পান। পরে জেলা প্রশাসককে রিপোর্ট দাখিল করা হলে উল্লেখিত রিপোর্টে উত্তোলিত চাল ফেরত প্রদানের নির্দেশ দেয়া হয়। কিন্তু মাদ্রাসাগুলোর ওইসব কমিটির অস্তিত্ব খুঁজে না পাওয়ায় চাল ফেরত পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ২০১৪-১৫ অর্থবছরে সুন্দরগঞ্জ উপজেলায় ২৫টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নামে ২ টন করে মোট ৫০ টন জিআরের চাল বরাদ্দ দেয়া হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ উল্লেখিত চালের বরাদ্দ দেন।
নিউজবাংলা/একে