নিউজবাংলা: ২৯জুলাই : বুধবার:
ঢাকা : বৃহঃস্পতিবার মাঠে গড়াবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট বৃষ্টির কারনে ড্র হওয়ায় দুই দলই মরিয়া শেষ টেস্ট জয়ের ব্যাপারে।
ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। দলের ও নিজের প্রস্তুতি ও বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
শেষ ম্যাচে কিপিং করছেন কিনা জানতে চাওয়া হলে বলেন, ‘আপাতত কালকের ম্যাচে কিপিং করা হচ্ছে না। চেষ্টা করব ফিরে আসার। আমার প্রথম কাজই হচ্ছে কিপিং। আশা করব ভবিষ্যতে আবার কিপিংয়ে ফিরে আসার। আমার আঙ্গুল এখনো শতভাগ ঠিক হয়নি। চেষ্টা করব এটা যেন তাড়াতাড়ি রিকোভার করতে পারি।’
তিনি আরো বলেন, ‘ইনশাল্লাহ আমার দুটাও কাজই ঠিক ভাবে করার চেষ্টা করবো। কেউ কি সহজে সব কিছু ছেড়ে দেয়। আমারতো প্রশ্নই উঠে না। যদি টিমের কারনে হয় সেক্ষেত্রে এটা ভিন্ন ব্যাপার। আমি ব্যাক্তিগত ভাবে ব্যাটিংয়ের চেয়ে কিপিং বেশি পছন্দ করি। এটাতো ছেড়ে দেওয়ার মত কিছু না।’
সেক্ষেত্রে বদলি হিসেবে ঢাকা টেস্টেও উইকেটের পিছনে দাড়াতে পারেন লিটন দাস।
নিউজবাংলা/একে