নিউজবাংলা: ২৯জুলাই : বুধবার:
নাটোর: জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ১৩৯ জন গ্রাম পুলিশের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

 

বুধবার দুপুরে নাটোরের লালপুর-বাগাতিপাড়ার সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ লালপুর থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাইসাইকেল বিতরণ করেন।

লালপুর উপজেলার নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার সালাহ উদ্দিন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহাক আলী, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার ও বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশরা আইন শৃংখলা রক্ষায় তৃণমূল পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করে অথচ তাদের সুখ-দুঃখের কথা কেউ ভাবেনা। একজন দিন মজুরের উপার্জনের চেয়ে তাদের আয় কম।

নিউজবাংলা/একে