নিউজবাংলা: ৩০জুলাই : বৃহস্পতিবার:

 

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধার সাদুল্যাপুরে একটি ভূমিহীন পরিবার ভূমি খেকোদের কবল থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে। উপজেলার পূর্ব মন্দুয়ার গ্রামের বাসিন্দা আব্দুল জোব্বার ও তার স্ত্রী জীবননেছা বেগম এই আবেদনটি করেছেন।

 

আবেদন সুত্রে জানা গেছে, সাদুল্যাপুর উপজেলার পূর্ব মন্দুয়ার গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল জোব্বার ও গৃহবধু জীবননেছা বেগমের ২০০০ইং সালে আবেদনের প্রেক্ষিতে ২২ ফেব্রয়ারী/০১ ইং সালে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সকারের পক্ষে জেলা প্রশাসক, গাইবান্ধা কর্তৃক সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার মৌজার ১নং খতিয়ান ভূক্ত ২০৮০ দাগ হইতে আব্দুল জোব্বার ও তার স্ত্রী জীবননেছা বেগমের নামে ৫০শতাংশ জমি কবিলিয়ত মুলে চিরস্থায়ী বন্দোবস্ত দেয়। যাহার মাঠ খতিয়ান নং-১৩৯২, নতুন দাগ নং-৫১৫৩ দাগে ২২ শতক, ৫১৫৪ দাগে ১১ শতক, ও ৫১৫৫ দাগে ১৫ শতাংশ।

এদিকে ভুমিহীন আব্দুল জোব্বারের বাড়ি উক্ত জমি থেকে দুরে হওয়ায় জমির পার্শ্ববর্তি বাসিন্দা মৃত আতির মামুদ এর ছেলে আ. রশিদ, আ. জালিল ও মৃত মানিক উল্লার ছেলে কাইয়ুম শেখ ৫১৫৫ দাগে ১৫ শতক জমি জোরপূর্বক বেদখল করেছেন। তফশিল বর্ণিত জমির বিষয়ে ১১ নভেম্বর/১৪ইং তারিখে সহকারী কমিশনার (ভূমি) সাদুল্যাপুর বরাবর অভিযোগ দাখিল করলে ১৭ নভেম্বর/১৪ইং তারিখে ৩২০(৩) নং স্মারকে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজ পত্রসহ শুনানীর জন্য নোটিশ প্রদান করেন।

শুনানির সময় অবৈধ দখলদারগণ তাদের অবৈধ স্থাপনা সড়ে নেবে বলে স্বীকারোক্তি প্রদান করেন। কিছু দিন যাওয়ার পরে তারা স্থাপনা সড়ে নিয়েছে কিনা অদ্যবধি অবৈধ দখলকৃত জমি ছেড়ে দিয়েছে কিনা তা জানার জন্য অত্রাফিসের সার্ভেয়ারকে প্রতিবেদন দেয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) সাদুল্যাপুর নির্দেশনা প্রদান করেন। তাহার নির্দেশনার আলোকে সার্ভেয়ার ১৫ ডিসেম্বর/১৪ইং তারিখে একটি প্রতিবেদন দাখিল করেন।

আবার কিছুদিন অতিবাহিত হবার পর পূণঃরায় উক্ত অভিযোগকৃত জমিতে ক্ষিপ্ত হওয়া বিবাদী আ. রশিদ গংরা   আব্দুল জোব্বারের দখলকৃত জমিতে বসতবাড়ি স্থাপন করেন। এ বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) সাদল্যাপুরকে পূণঃরায় অবগত করালে তিনি ৪ জুন/১৫ইং তারিখে ১৪২(৬) নং স্মারকে অবৈধ জমি ও স্থাপনা সড়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু তাহাতেও অবৈধ দখলদার আ. রশিদ ও আ. কাইয়ুম গংরা অবকাঠামো ও অবৈধ স্থাপনা সড়ে নেয়নি। আবারও সহকারী কমিশনার (ভূমি) সাদুল্যাপুরকে অবগত করালে তিনি পূণঃরায় ২৯ জুন/১৫ইং তারিখে ১৬৮(৪) নং স্মারকে ৭ দিনের সময় দিয়ে অবৈধ দখলদার আ. রশিদ গংদেরকে নোটিশ প্রদান করেন। ৭ দিন অতিবাহিত হওয়ার পরেও কূ-চক্রী মহল আ. রশিদ গংরা অদ্যবধি দখলকৃত জমি ও স্থাপনা সড়ে নেয়নি। বরং বাদী আব্দুল জোব্বার গংদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শনসহ অশ্লিল ভাষায় গাল-মন্দ করে আসছে।

আবারও পূণঃরায় সহকারী কমিশনার (ভূমি) সাদুল্যাপুরকে অবগত করালে তিনি জেলা প্রশাসক গাইবান্ধা বরাবর অভিযোগের বিষয়ে আবেদন করা জন্য পরামর্শ প্রদান করেন। উক্ত পরামর্শক্রমে বাদী আব্দুল জোব্বার, ও তার স্ত্রী জীবননেছা বেগম চিরস্থায়ী বন্দোবস্তকৃত খাস জমি অবৈধ দখলদারদের নিকট থেকে উচ্ছেদ করণ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

 

 

নিউজবাংলা/একে