নিউজবাংলা: ৩০জুলাই : বৃহস্পতিবার:

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রদূত ওয়াতানাবে জানান, বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার প্রধান লক্ষ্য হবে বাংলাদেশ ও জাপানের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণ করা।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে জাপানের বিনিয়োগকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ২৩০-২৪০ এ উন্নীত হয়েছে। যারা ইতোমধ্যে বাংলাদেশে তৈরি পোশাক, খাদ্য-মৎস্য প্রক্রিয়াকরণ, মোটরসাইকেল ও খেলনাসহ অন্যান্য শিল্পে বিনিয়োগ করেছেন।

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশে নতুন বিনিয়োগকারীদের এখানে আসতে উৎসাহ দেওয়া এবং বিনিয়েগের পথ সহজতর করার জন্য জাপানের রাষ্ট্রদূত আন্তরিকভাবে কাজ করবেন বলেও পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন।

এর প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী তাদের সফরকালে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সহযোগিতার সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও রাষ্ট্রদূতকে নিশ্চয়তা দেন মাহমুদ আলী।

নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত পৃথকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাদের মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উভয়ই জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং সম্ভব্য সব ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

 

 

নিউজবাংলা/একে