নিউজবাংলা: ৩০জুলাই : বৃহস্পতিবার:

 

চট্টগ্রাম: চট্টগ্রামে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার নগরীর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্পোরেশন কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেতের কারণে এরই মধ্যে উপকূলীয় এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া নগরী ও জেলার যেসব এলাকায় শিক্ষার্থীদের আসা-যাওয়ায় সমস্যা হবে সেখানেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগে অনুষ্ঠিতব্য পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।

 

 

নিউজবাংলা/একে