ডিসি সম্মেলন শেষ হচ্ছে আজ
নিউজবাংলা: ৩০জুলাই : বৃহস্পতিবার:
ঢাকা: তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষ হচ্ছে আজ। এর আগের মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন।
এবারের সম্মেলনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণ, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ছিলো।
সম্মেলনে আলোচনার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা প্রস্তাব করেছেন। এসব প্রস্তাবের ওপর আলোচনা ছাড়াও সম্মেলনে তাৎক্ষণিক আইডিয়াও দিতে পেরেছেন তারা।
সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের পলিসি ও প্রোগ্রাম বাস্তবায়ন ও সমন্বয় করা ডিসিদের কাজ। এছাড়া স্থানীয় জনগণের চাহিদাও তারা তুলে ধরেন।
এবারের সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূণর্বাসন কার্যক্রম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভুমি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স, শিক্ষার মান ও শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষরণ দূষণ ও রোধ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের দিক থেকে এগিয়ে থাকার স্বীকৃতি হিসাবে এবার তিন জনকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত করা হয়েছে এবং জেলাগুলো হচ্ছে- নারায়ণগঞ্জ, কুষ্টিয়া ও ঠাকুরগাঁও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই জেলার ডিসির কাছে তাদের পুরস্কার তুলে দেন।
নিউজবাংলা/একে