শাহজালালে বিদেশি মুদ্রাসহ আটক ১
নিউজবাংলা: ৩০জুলাই : বৃহস্পতিবার:
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ১৩ লাখ সমমূল্যের বিদেশী মুদ্রাসহ মো. আল মামুন নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বুধবার রাতে বিমানবন্দরের ৬নং বর্ডার ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারি কমিশনার উম্মে নাহিদা আক্তার।
তিন জানান, কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার একে ৭০ নামে একটি বিমান শাহজালালে অবতরণ করে মামুন। পরে বিমানবন্দরের গোপনীয় শাখা ৬ নং বর্ডার ব্রিজ এলাকা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয়। এসময় তার কোমড়ে বাধানো অবস্থায় ওই মুদ্রা গুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মুদ্রার মধ্যে মালয়েশিয়ান রিঙ্গিত ২৭০০ ও ইউরো ১৫০০০। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
নিউজবাংলা/একে