নিউজবাংলা: ৩০জুলাই : বৃহস্পতিবার:
ঢাকা: দলের তখন ১২ রান। ব্যক্তিগত ৬ রান করে স্টেইনের বলে ফিরতে হলো তামিমকে। বিপদে বাংলাদেশ। তবে শুরুর এ ধাক্কা সামলে ভালোই এগুচ্ছে বাংলাদেশ।

পথ দেখাচ্ছেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। বেশ ভালো ব্যাটিং করছেন দ্বিতীয় এ উইকেট জুঁটি। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১ উইকেটে ৬৩। মুমিনুল ২৬ এবং ইমরুল ২৫ রানে ব্যাট করছিলেন।

 

এর আগে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হওয়ায় এ ম্যাচটি হয়ে ওঠেছে সিরিজ নির্ধারণী। এদিকে বাংলাদেশ একাদশে আজ একটি পরিবর্তন আনা হযেছে। স্পিনার তা্ইজুল ইসলামের জায়গায় খেলছেন অল রাউন্ডার নাসির হোসেন। ব্যাটিংয়ের পাশাপাশি যিনি ভালো অফ স্পিন বোলিংও করে থাকেন।

বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাশ, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, টি বাভুমা , জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, হারমার, মরনে মরকেল, ফিল্যান্ডার, ডেল স্টেইন, ভ্যান জিল ও ড্যান ভিলাস।

নিউজবাংলা/একে