নিউজবাংলা: ৩০জুলাই : বৃহস্পতিবার:

ঢাকা: অফ স্ট্যাম্পের বাইরে পড়ে বলটি আরো ডান দিকে সুয়িং করলো। বলটি ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হতো। কিন্তু ব্যাট চালিয়ে দিলেন তামিম ইকবাল।

দ্বিতীয়  স্লিপে অধিনায়ক হাশিম আমলা ছিলেন প্রস্তুত। তামিমের সহজ কাজটি নিতে ভুল করেননি তিনি। সেই সঙ্গে হয়ে গেল নয়া এক মাইলফলক। টেস্টে ১৩তম বোলার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন ডেইল স্টেইন।

৭৯ টেস্ট, উইকেট ৩৯৯। মাইলফলক গড়তে দরকার ছিল মাত্র এক উইকেট। বেশী দেরী করতে হলো না। সকাল সকালই মাইলফলকে পৌঁছে গেলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ ফাস্ট বোলার।

দক্ষিণ আফ্রিকানদের মধ্যে এর আগে একজনই মাত্র ৪০০ উইকেটের গন্ডি পেরুতে পেরেছেন। তিনি শন পোলক। ১০৮ টেস্টে ৪২১ উইকেট নিয়ে অবসরে যান তিনি।

টেস্টে সবচেয়ে বেশী উইকেটের মালিক শ্রীলঙ্কার মুরালিধরন। ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়ে সকলের ধরা ছোয়ার বাইরে এ শ্রীলঙ্কান কিংবদন্তি।

নিউজবাংলা/একে