দুপুরে পটুয়াখালী উপকূলে আঘাত হানছে কোমেন
নিউজবাংলা: ৩০জুলাই : বৃহস্পতিবার:
পটুয়াখালী: বঙ্গোপসাগরে সষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আজ দুপুর নাগাদ পটুয়াখালী উপকূল অতিক্রম করবে বলে আভাস দিয়েছেন কলাপাড়া আবহাওয়া অধিদপ্তর।
কলাপাড়া রাডার স্টেশনের ইনচার্জ প্রকৌশলী প্রদীপ কুমার জানিয়েছেন পায়রা সমুদ্র বন্দরসহ পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে উপকূলের মানুষ আতকিংত হয়ে পড়েছে।
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সন্ধ্যায় প্রত্যেক উপজেলায় দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। উপকূলের নিম্নাঞ্চলের লোকদের নিরাপদস্থানে সরিয়ে নেয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। সকল মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আজ সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাতে কখনও ঝড়ো হাওয়া, কখনও দমকা ও গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত ছিল এবং ভোররাতে ভারি বর্ষণ হয়েছে। গোটা উপকুল জুড়ে গুমোট পরিস্থিতি বিরাজ করছে। জেলেরা নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে।
নিউজবাংলা/একে