নিউজবাংলা: ০৭ আগস্ট, শুক্রবার:
ঢাকা: ভারতে অপেক্ষাকৃত শ্যামলা বর্ণের নারীরা বাস্তব জীবনে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এ বিষয়টি বাস্তবে অনেকে স্বীকার করতে না চাইলেও এজন্য নারীদের বহু ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তবে সম্প্রতি এক জরিপে দেখা গেছে, শুধু নারীই নয়, পুরুষরাও শ্যামলা ত্বকের কারণে সমস্যার মুখোমুখি হন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সম্প্রতি ভারতে শ্যামলা বর্ণের নারীদের লাঞ্চনা ও ফর্সা নারীদের প্রতি মোহের বিষয়টি স্বীকার করলেন বিহারের এক রাজনীতিবিদ শারাদ যাদব। তিনি বিষয়টি পার্লামেন্টেও উপস্থাপন করেন।
যাদব বলেন, ‘এখানে মানুষেরা সাদা চামড়ায় আগ্রহী….. ঘটকদের বলা হয় ফর্সা কনে দেখার জন্য….’