নিউজবাংলা: ০৭ আগস্ট, শুক্রবার:

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। দু-এক দিনের মধ্যেই তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। ফখরুলের পারিবারের সদস্যরা সাংবাদিকেদর এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুলের পারিবারিক সূত্র জানায়, ঘাড়ের যে অংশে তার অপারেশন হওয়ার কথা তা খুবই ঝুঁকিপূর্ণ। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসকরাই তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন। প্রাথমিকভাবে তারা বেশ কয়েকটি পরীক্ষা করেছেন। কিন্তু অপারেশনে চিকিৎসকরা অপরাগতা প্রকাশ করেছেন। পরীক্ষায় মির্জা ফখরুলের ঘাড়ে একটি ব্লক ধরা পড়েছে। এই ব্লকের অপারেশন জটিল। এই অপারেশন শুধুমাত্র সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র এবং অষ্ট্রেলিয়া হয়ে থাকে। এ জন্য মির্জা ফখরুলের বড় মেয়ে মির্জা শামারুহকে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে ডেকে আনা হয়েছে। সিঙ্গাপুরে বর্তমানে স্ত্রী রাহাত আরা তার সাথে আছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে সুস্থ্তার জন্য দোয়া চেয়েছেন মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমীন।
উল্লেখ্য, চিকিৎসার জন্য উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে রয়েছেন মির্জা ফখরুল।

নিউজবাংলা/একে