নিউজবাংলা: ০৯ আগস্ট, রোববার:

ঢাকা: এবারেরর পরীক্ষার সময় বাংলাদেশের অবস্থা অস্বাভাবিক ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আর এর প্রভাব পড়েছে পরীক্ষার ফলাফলে।

তিনি বলেন, এটি ছিল মনুষ্য সৃষ্ট। সে সময় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ তো ছিলই, সে সঙ্গে ছিল পেট্রলবোমা মারা। এর মধ্য দিয়ে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েছি।

রবিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার উপর সব সময় আমরা গুরুত্ব দেই। মেয়েদের প্রাইমারি থেকে ডিগ্রি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করেছি। কারিগরি শিক্ষার উপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি। ট্রেনিংয়ের ক্ষেত্রেও আমরা গুরুত্ব দিচ্ছি।

বিএনপি জোটের আমলে ঢাকা শহরে নতুন স্কুল-কলেজ হয়নি। আমরা ক্ষমতায় আসার পর নতুন অনেক স্কুল-কলেজ করেছি। ২০০৯ এসে যখন যেখানে জায়গা পেয়েছি সেখানে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছি, বলেন প্রধানমন্ত্রী।

এতো প্রতিকূল অবস্থার মধ্যেও পরীক্ষা পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বছরের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন ।

নিউজবাংলা/একে