নিউজবাংলা: ০৯ আগস্ট, রোববার:

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে দিনমজুর বৃদ্ধ আব্দুল মনাফের হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। গতকাল শনিবার এলাকাবাসীর উদ্যোগের আব্দুল মনাফ হত্যাকারীদের বিচার ও লাশ কবর থেকে চুরির প্রতিবাদের স্থানীয় ছহিফাগঞ্জবাজারে এক মানববন্ধন পালন করেছেন এলাকাবাসী।

 

 

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসাইন এর সভাপতিত্বে ও বাংলাদেশ পয়েটর্স ক্লাবের চেয়ারম্যান কবি মুস্তাফিজুর রহমান চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ছহিফাগঞ্জ এস.ডি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ, প্রবীন সাংবাদিক তাজুল ইসলাম বাঙ্গালী, এলাকার মুরব্বি নূর রহমান, আলতাব মিয়া, আব্দুল মতিন, ইউপি সদস্য ফজলুল হক, সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম কবির, সংগঠক মাওলানা ফয়জুর রহমান, ইলাছ মিয়া, আসিকুর রহমান রানা প্রমূখ।

বক্তারা বলেন, নিরীহ দিনমজুর আব্দুল মনাফকে হত্যা করে কবর থেকে তার লাশ চুরি করা হয়েছে এটা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। এই হত্যাকান্ড সর্ম্পণূ অমানবিক। মিথ্যা রিপোর্ট দিয়ে হত্যাকারীদেরকে বাঁচাতে চায় পুলিশ প্রশাসন। তাই হত্যাকারী টিটু গংদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত জবান আলীর পুত্র আব্দুল মনাফ (৫৫) গত ১৬ মে বিকেল থেকে নিখোঁজ হন। ১৮ মে সন্ধ্যায় বাদির বসত ঘরের সম্মুখের গোয়াল ঘর থেকে গলায় দঁড়ি লাগানো হাটু ভাঁজ করা অবস্থায় বেড়ার সাথে টেস দেওয়া ও ১টি কাটের তক্তা দিয়ে আড়াল করে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল মনাফকে হত্যার অভিযোগে তার ভাই আব্দুল হাশিম বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ ও আরো ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামী করে গত ২৫ মে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ একটি দরখাস্ত মামলা দায়ের করেন। হত্যার অভিযোগে হরিপুর গ্রামের অভিযুক্ত উস্তার আলী ও তার ছেলে মিন্টু মিয়াকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। অতপর নিহতের সুরতহাল রির্পোট ও ময়না তদন্তের রিপোর্ট এর ভিত্তিতে আব্দুল মনাফ আত্মহত্যা করেছেন মর্মে থানা পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেন। বাদির নারাজির প্রেক্ষিতে আদালতের নির্দেশে আব্দুল মনাফের লাশ দাফনের ২মাস ১৩ দিন পর আদালতের নির্দেশে দ্বিতীয়বার ময়না তদন্তেরর জন্য গত ৪ আগষ্ট তার কবর খুড়ে লাশ পাওয়া যায়নি।

নিউজবাংলা/একে