নিউজবাংলা: ০৯ আগস্ট, রোববার:

 

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলুসহ ৬/৭ জন মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত ও তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সংসদ সদস্যের লোকজন।

এ ঘটনায় শনিবার বিকালে স্থানীয় মুক্তিযোদ্ধাগণ একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন।

পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবন নির্মাণের নির্ধারিত স্থানে মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল হামিদ, আব্দুর রাজ্জাক, হামিদুল ইসলাম। বক্তারা সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন কর্তৃক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলুসহ ৬/৭ জন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জ্ঞাপনসহ শুক্রবার সন্ধ্যায় এমপির কিছু সংখ্যক লোকজন কর্তৃক মুক্তিযোদ্ধা কমান্ডারের বসতবাড়ি ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানান। এ নিয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই মিলটন জানান, মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবন নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু ওই স্থানে পুনরায় ঘর উত্তোলন করায় তা ভাঙচুর করে।

নিউজবাংলা/একে