নিউজবাংলা: ০৮ আগস্ট, শনিবার:

 মেষ: সৃষ্টিশীল কাজে একাগ্রতার সুফল মিলতে পারে। ব্যবসায় আকস্মিক মন্দায় দুশ্চিন্তা বাড়বে।

বৃষ: স্বজনবিরোধ সামলে পরিবারের মানরক্ষা। সহকর্মীদের সহায়তায় কোনও জটিল সমস্যার সমাধান। রক্তচাপের হেরফেরে শারীরিক সমস্যা ভোগাবে।

মিথুন: মৌলিক কৌশলে বলবান শত্রুর মোকাবিলা। ব্যবসায় নিম্নগতির কারণ খুঁজে প্রতিকার।

কর্কট: পদোন্নতির সম্ভাবনা শেষ সময়ে নষ্ট হয়ে যেতে পারে। গৃহ সংস্কার ও নবনির্মাণের আর্থিক পরিকল্পনায় ব্যাঘাত। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।

সিংহ: হারানো দ্রব্যার্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। প্রিয়জনের স্বাস্থ্যহানিতে কাজকর্মে ব্যাঘাত।

কন্যা: নিজ কৌশলে সমস্যা মিটিয়ে কর্মক্ষেত্রে বাহবা পেতে পারেন। অত্যধিক পরিশ্রম এড়িয়ে চলাই ভাল।

তুলা: নিজস্ব মুনশিয়ানায় কর্মক্ষেত্রে জটিল সমস্যার সমাধান। উপস্থিতবুদ্ধির জোরে শত্রুদমন। পায়ে অস্থিসন্ধির সমস্যায় চলাফেরায় অসুবিধা।

বৃশ্চিক: শ্রম ও দক্ষতা সত্ত্বেও কর্মোন্নতি ফের পিছিয়ে যাওয়ার আশঙ্কা। অসংযত বাক্যালাপে বিপত্তি ঘটতে পারে।

ধনু: পুরনো কোনও সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সাহসের জোরে শত্রুর ফাঁদ কেটে কার্যোদ্ধার। সুস্থ থাকার জন্য উত্তেজনা এড়িয়ে চলাই ভাল।

মকর: ছিদ্রান্বেষী ও সুযোগসন্ধানীকে শায়েস্তা করার সুযোগ। নতুন কর্মোদ্যমে সাফল্যের ইঙ্গিত।

কুম্ভ: পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কাজের যোগাযোগ। গুরুজনের সঙ্গে বিবাদে মনঃকষ্ট।

মীন: একাধিক উপায়ে অপ্রত্যাশিত অর্থাগম। কোনও হঠকারী সিদ্ধান্তে বিপত্তি দেখা দিতে পারে। তৃতীয় কাউকে ঘিরে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি।

নিউজবাংলা/একে