নিউজবাংলা: ২৫ জানুয়ারি, সোমবার:
নিউজবাংলা ডেস্ক: টাঙ্গাইল সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০টি মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানকে মোট আটত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।এপিবিএন-২ ও টাঙ্গাইল জেলা প্রশাসন এর যৌথ অভিযানে অনুমোদন বিহীন ও অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুুত এবং বিক্রয় করায় তাদেরকে এ জরিমানা করেন টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মুসতানজিদা পারভীন।
গতকাল ২৪/০১/২০১৫ তারিখ এপিবিএন-২, মুক্তাগাছা, ময়মনসিংহ এর সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইব্রাহীম এর নেতৃত্বে একটি আভিযানিক দল মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে (১) আন্ নাফি হোটেল এন্ড রেস্টেুরেন্ট’কে ১,০০০/- (২) আলী ষ্টোর’কে ১,০০০/- (৩) ফরমান স্টোর’কে ৩,০০০/- (৪) বাদল ষ্টোর’কে ১০,০০০/- (৫) পোড়াবাড়ি মিষ্টান্ন ভান্ডার এন্ড হোটেল’কে ৫,০০০/- (৬) বন্যা মিষ্টান্ন ভান্ডার’কে ৫,০০০/- (৭) পোড়াবাড়ী মিষ্টান্ন ভান্ডার’কে ১,০০০/- (৮) ফল ভান্ডার’কে ৭,০০০/- (৯) ঝিলিক ষ্টোর’কে ৩,০০০/- ও (১০) সুনীল ষ্টোর’কে ২,০০০/- টাকা করে সর্বমোট আটত্রিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ সংক্রান্তে ভোক্তা অধিকার আইন/২০০৯ এর ৫১, ৫৩ ধারা, ধুমপান নিয়ন্ত্রন আইন/২০১৫ এর ৫(৪) ধারা, বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ এর ২৪/৩১(এ) ধারা ও বিশুদ্ধ খাদ্য আইন ২০০৫ এর ২১(১) ধারা মোতাবেক মোবাইল কোর্ট মামলা নং-২৮,২৯,৩০,৩১,৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৭/১৬ তারিখ-২৪/০১/২০১৬ খ্রিঃ মামলা করা হয়।
নিউজবাংলা/প্রেস বিজ্ঞপ্তি/একে
Comments
comments